সাপ্তাহিক শেয়ারবাজার

বেশিরভাগ কোম্পানি দর হারালেও বেড়েছে সূচক

প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ০৯:৫৯ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

সব শেয়ারে ফ্লোর প্রাইস পুনর্বহাল বা তুলে নেওয়া নিয়ে গুজব ও গুঞ্জনে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল শেয়ারবাজারে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে যে ১৬৭ শেয়ারে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছিল, সেগুলোতে গত বৃহস্পতিবার ফের ফ্লোর প্রাইস আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রধান শেয়ারবাজার ডিএসই প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দরবৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যার তুলনায় দর হারানো ও অপরিবর্তিত শেয়ার সংখ্যা অনেক বেশি ছিল। তবে  লেনদেন ও সূচক বেড়েছে। সার্বিকভাবে দর বেড়েছে ৫৬ শেয়ারের, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টির দর। একেবারেই লেনদেন হয়নি ২৮টির। সপ্তাহজুড়ে ১ হাজার ৭৯৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। দৈনিক গড়ে কেনাবেচার পরিমাণ ছিল প্রায় ৩৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩১ শতাংশ বেশি। প্রধান মূল্য সূচক ডিএসইএক্সও ৮ পয়েন্ট বেড়ে ৬২১৩ পয়েন্টে উঠেছে।

এদিকে ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, এদিন লেনদেন হওয়া ৩০৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭২টির দর বেড়েছে। দর বৃদ্ধি পাওয়া এই ৭২ শেয়ারের মধ্যে ৬৪টিই ছিল নতুন করে ফ্লোর প্রাইস আরোপ করা শেয়ার।

পর্যালোচনায় আরও দেখা গেছে, যে ১৬৭ শেয়ারে নতুন ফ্লোর প্রাইস কার্যকর করা হয়েছে, তার মধ্যে ৬৩টির ফ্লোর প্রাইস আগের ফ্লোর প্রাইসের সমান। এর মধ্যে ২৮টির দর ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর বেড়েছিল। বৃহস্পতিবারের লেনদেনে এই ৬৩ শেয়ারের মধ্যে ২৪টির দর বেড়েছে। বাকিগুলো ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে বা কোনো লেনদেন হয়নি।

অন্যদিকে বাকি ১০৪ শেয়ারে নতুন করে যে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছে, তা আগের ফ্লোর প্রাইসের তুলনায় কম। গত ২১ ডিসেম্বর ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর এসব শেয়ারের দর কমে যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার ৪০টির দর বেড়েছে, অপরিবর্তিত থেকেছে বা ফ্লোর প্রাইসেই কেনাবেচা হয়েছে বাকি ৬৪টির।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের লেনদেন নিয়ে শেয়ারবাজার-সংশ্লিষ্টদের মধ্যে ধোঁয়াশা ছিল। ফলে বিষয়টি বুঝতে এবং এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া কী হয়, তা পর্যবেক্ষণ করেছেন অনেকে। এ কারণে লেনদেন কিছুটা কমেছে। দেখা গেছে, যেসব শেয়ারে ফের ফ্লোর প্রাইস কার্যকর হয়েছে, সেগুলোর লেনদেনও কমেছে। গত বুধবার এসব শেয়ারের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৬৮ কোটি ৫৪ লাখ টাকা। বৃহস্পতিবার তা ৬১ কোটি ৯১ লাখ টাকায় নেমেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com