
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ১৭:৩৩ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ১৭:৩৩
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিমানবন্দর জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই আলী আকবর তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনটি সাড়ে ১০টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছলে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস আই আলী আকবর আরও জানান, নিহতের পরিচয় জানা যায়নি। তবে পোশাক দেখে নিহত ব্যক্তি একজন ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, প্রভাতি ট্রেনে কাটা পড়া নিহত ওই ব্যক্তির মরদেহ দীর্ঘ সময় রেললাইনের উপর পড়েছিল। পরে রেলওয়ে স্টেশনে ট্রেনের লাইনে কাজ করা শ্রমিকরা লাশ সরিয়ে ট্রেন চলাচলের উপযোগী করে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com