
সাগর-রুনি হত্যা: মামলার প্রতিবেদন দাখিল ৯৬ বার পেছাল
প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ২০:২৪ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ২০:২৪
সমকাল প্রতিবেদক

আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম পরবর্তী তারিখ দেন।
এ নিয়ে ৯৬ বার প্রতিবেদন দাখিল পেছাল। প্রতিবেদন দিতে দেরি হওয়ায় এর আগে দুটি আদালত অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে ২০২০ সালের ২ মার্চ আলোচিত এ হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র্যাব। প্রতিবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ডে দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগর-রুনির ব্যবহৃত কাপড়ের সঙ্গে তাদের ডিএনএর মিল পাওয়া যায়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দু’জনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com