রাবিতে হলে ভর্তির ফি নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ২১:১০ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ২১:১০

রাবি প্রতিনিধি

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ফি বাড়ানো নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। হলভেদে আগে ছাত্রছাত্রীদের বিভিন্ন খাতে প্রায় দেড় হাজার টাকা দেওয়া লাগলেও সম্প্রতি সেটি বাড়ানো হয়েছে।

নতুন ধার্য ফি ২ হাজার ৮০০ টাকা। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। অতিরিক্ত ফি বাতিলের দাবিতে রোববার মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। 

নাম প্রকাশ না করার শর্তে বেগম খালেদা জিয়া হলে সংযুক্তি পাওয়া প্রথম বর্ষের এক ছাত্রী বলেন, কয়েক মাস আগে ভর্তি হয়েছি। সে সময় অনেক টাকা লেগেছে। এরপর মেস ভাড়া লাগছে, ফর্ম ফিলআপের জন্য টাকা লাগছে, আবার হলে লাগছে এতগুলো টাকা। আগে কম ছিল, এ বছর বাড়িয়েছে। যেটি সবার জন্যই পরিশোধ করা কষ্টকর।

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, সব হলের প্রাধ্যক্ষের অনুমতি নিয়েই ফি বাড়ানো হয়। কয়েকটি খাতে সাত থেকে আটশ টাকা বাড়ানো হয়েছে।  এখন এ নিয়ে শিক্ষার্থীরা আপত্তি জানানোয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে ব্যবস্থা নেব।


 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com