সীতাকুণ্ডে বিস্ফোরণ: ছয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ২১:৩৩ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ২২:২০

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় নিহত ৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। ঘটনার দিন নিহত ছয়জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত না হলেও রোববার পরনের শার্ট দেখে সেই অজ্ঞাত লাশটি শনাক্ত করেন নিহতের স্ত্রী। 

এছাড়াও বিস্ফোরণে নিহত বাকি পাঁচজন হলেন-সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামসুল আলম (৫০), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালী জেলার মাইজদী থানার অলিপুর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আব্দুল কাদের (৫০) এবং লক্ষীপুর জেলার কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩৫)। সর্বশেষ শনাক্ত হওয়া ৩৮ বছর বয়সী সেলিম রিচিলের বাড়ি ময়মনসিংহ জেলায়। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন সীতাকুণ্ডের ভাটিয়ারী থানার জাহানাবাদ এলাকায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের সহকারী পুলিশ এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, নিহত ছয়জনের পরিচয় শনাক্ত হওয়ার পর ময়নাতদন্তসহ যাবতীয় সরকারি নিয়ম শেষ করে সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে লাশগুলো হস্তান্তর করতে সক্ষম হই আমরা। এ ঘটনায় আহত ১৮ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com