মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন শীর্ষ কোম্পানির নির্বাহীর চেয়েও বেশি!

প্রকাশ: ০৫ মার্চ ২৩ । ২২:২৫ | আপডেট: ০৫ মার্চ ২৩ । ২২:২৫

অনলাইন ডেস্ক

রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। তার বাড়িটিও বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল বাড়ি। বাকিংহাম প্যালেসের পরেই তার বাড়ির অবস্থান। আপনি হয়তো এটি জেনে থাকবেন! কিন্তু আপনি কি জানেন তার ড্রাইভারের মাসিক বেতন কত? 

লাইভ মিন্টের প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির ড্রাইভারের মাসিক বেতন ২ লাখ রুপি। অনেকে শীর্ষ কোম্পানির নির্বাহী পদে চাকরি করেও এই বেতন পাননা। 

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মুকেশ আম্বানি তার ড্রাইভারকে মাসিক ২ লাখ রুপি বেতন দিতেন, যা বছরে ২৪ লাখ রুপি। কিন্তু ২০২৩ সালে তার ড্রাইভারের বেতন কত তা পরিষ্কার জানা যায়নি। 

শুধু তাই নয়, এছাড়াও চালকদের আরও সুবিধা দেওয়া হয়। যেমন: জীবনবীমা, সন্তানদের উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পড়তে যাওয়ার সুযোগ ইত্যাদি। 

তবে এসব এতো সহজে পাওয়া যায় না, এজন্য তাদেরও বেশ কষ্ট করতে হয়। প্রতিবেদন অনুসারে, আম্বানি তাদেরকে প্রাইভেট ফার্ম থেকে নিয়োগ দেন। এজন্য ওই চালকের ড্রাইভিং, আইকিউ লেভেল, স্মার্টনেস যাচাই করে দেখা হয়। এমনকি তারা কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা যাচাই করে দেখা হয়। এরপরও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। 

এছাড়াও মুকেশ আম্বানি তার বাড়ির রাঁধুনি, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নকর্মীসহ সবাইকেই ভালো বেতন ও সুযোগসুবিধা দেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com