ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ১০:১১ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ১০:২৮

অনলাইন ডেস্ক

রাজধানী এথেন্সে রোববার বিক্ষোভ করে হাজার হাজার মানুষ - বিবিসি

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস।

বিবিসির
এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে গ্রিসের
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুকে বার্তায় তিনি বলেন, 'গ্রিসে ২০০৩ সালে এসে... ভিন্ন দিকে যেতে থাকা দুটি ট্রেন একই লাইনে চলবে, আর তা কারও নজরে আসবে না- এটা হতে পারে না।'

গত
২৮ ফেব্রুয়ারি রাতে গ্রিসে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে বিপরীতমুখী একটি
পরিবহন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের শুরুর
দিকে থাকা চারটি বগি লাইনচ্যুত হয় এবং প্রথম দুটিতে আগুন ধরে যায়। এ ঘটনায়
নিহত হয় ৫৭ জন।

এ ঘটনার পর
থেকে গ্রিসে চলছে গণবিক্ষোভ। রোববার দেশটির রাজধানী এথেন্সে
বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। এক পর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে
বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

পুলিশের ধারণা, অন্তত ১২ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।

গ্রিসে
ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশটির পরিবহনমন্ত্রী
কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন দুঃখজনক
ঘটনার পরে চেয়ার আকড়ে কাজ চালিয়ে যাওয়া যায় না।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com