তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

কষ্ট-যন্ত্রণার এক মাস

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক মাস পেরোল আজ। গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার চারটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান ৫০ হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন ১৫ লাখ মানুষ। তাঁদের কেউ তাঁবু, কনটেইনার, হোটেল, রিসোর্ট এমনকি গাছতলায়ও আশ্রয় নিয়েছেন। বাড়িঘর হারিয়ে এক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ চলছে এখনও।

ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশ তুরস্কের পাশে দাঁড়ালেও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেভাবে সহায়তা পৌঁছায়নি। কিছু এলাকায় সহায়তা পৌঁছেছে অনেক দেরিতে। তাদের সহায়তায় বিলম্বের সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

রোববার রাজধানী দোহায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মানবিক সহায়তার অপব্যবহার করা ঠিক নয়। এদিকে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ান শরণার্থীদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর: আলজাজিরার।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com