
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে
প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ১১:৪২ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ১১:৫৪
অনলাইন ডেস্ক

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এদিন
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উল্লেখিত সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের
উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের
অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com