বিস্ফোরণে নিহতদের মরদেহ হস্তান্তর, মেয়ের কবরের পাশে শায়িত হবেন মান্নান

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ১৪:৪৬ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ১৫:১৪

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

বিস্ফোরণে নিহতরা হলেন- নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১)। রাজবাড়ী সদর উপজেলার ধুলদী গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে শফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আব্দুল মান্নান (৬৩)।

ঢামেক হাসপাতালের মর্গ থেকে শফিকুজ্জামানের মরদেহ বুঝে নেন তার ভাই মহিউদ্দিন ও স্ত্রী পপি। মহিউদ্দিন বলেন, মরদেহ নিয়ে প্রথমে গাজীপুরের গেন্ডা এলাকায় যাওয়া হবে তারপর সেখান থেকে রাজবাড়ী যাবো। সেখানেই ভাইয়ের মরদেহ দাফন করা হবে।

আব্দুল মান্নানের মরদেহ গ্রহণ করেন তার দুই ছেলে আশিক-শাকিল। মান্নানের ভাতিজা মামুন বলেন, চাচার মরদেহ আজিমপুর কবরস্থানে তার মেয়ে মনিরা আক্তার মিনহার কবরের পাশে দাফন করা হবে। 

তিনি জানান, আব্দুল মান্নানের ১১ বছরের মেয়ে মিনহা মারা গেছে মাত্র ১৮ দিন আগে। 

তবে এই বিষয়ে সাদিকুর রহমান তুষারের পরিবারের সঙ্গে কথা বলা যায়নি। 

গতকাল রোববার সকাল পৌনে ১১টার ভবনটির তিনতলায় বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভবনে বিস্ফোরণ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। 

তবে ঠিক কোথায় ও কীভাবে গ্যাস জমে ছিল, কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়, সেটা গতকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তারা জানান, কোনো আবদ্ধ জায়গায় স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘনত্বের গ্যাস থাকলে বৈদ্যুতিক সুইচ, শর্টসার্কিট, দেশলাই বা লাইটারসহ এ ধরনের যেকোনো কিছু থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com