
বেতন-ভাতার দাবিতে পাবনা জেনারেল হাসপাতালের কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ১৯:২৭ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ১৯:২৭
পাবনা অফিস

হাসপাতালের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা - সমকাল
চাকরি স্থায়ীকরণ ও বেতন-ভাতা আদায়ের দাবিতে পাবনা জেনারেল হাসপাতালের আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার দিনব্যাপী চিকিৎসকদের রুমে তালা দিয়ে এই কর্মবিরতি পালিত হয়। এর আগে সকাল ১০টা থেকে কাজ বন্ধ রেখে এবং হাসপাতালের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
কর্মচারীরা জানান, হাসপাতালটিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১৭ হাজার ৫শ’ টাকার চুক্তিতে তিন বছর আগে আয়া, সুইপারসহ প্রায় অর্ধশতাধিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রথম এক বছর তাদের বেতন দেওয়া হলেও পরবর্তীতে তাদের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। তাদের কাগজপত্র নেওয়া হলেও চাকরি স্থায়ীকরণ করা হয়নি। আর গত এক বছর ধরে তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
তারা বলেন, আমরা কতদিন ধরে এইভাবে কাজ করবো। আমাদের তো সংসার আছে। বেতন-ভাতা না পাওয়ায় আমরা পরিবার নিয়ে অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। এ সময় অবিলম্বে তাদের বেতন-ভাতা পরিশোধের জন্য জোর দাবি জানান তারা। তা-না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
এদিকে কর্মচারীদের এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের রুম তালাবদ্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতে হয়েছে রোগীদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন কর্মচারীরা।
এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর সমকালকে বলেন, ‘কর্মচারীরা তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, এর সমাধান হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com