ময়মনসিংহে শিশু ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ১৯:৪৪ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ১৯:৪৪

ময়মনসিংহ প্রতিনিধি

ধর্ষণের মামলায় গ্রেপ্তার আলামিন - সমকাল

ময়মনসিংহের ফুলপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আলামিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। রোববার মধ্যরাতে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলামিন ময়মনসিংহ ফুলপুরের আরাটন কানপাড়া এলাকার প্রয়াত হাকিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ১ মার্চ দুপুরে আট বছর বয়সী ওই শিশু তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। ওই সময় আলামিন মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে তাকে ঘরে ডেকে নেন। এক পর্যায়ে ওই শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাবের সহকারী পরিচালক বলেন, ঘটনার পর থেকে পলাতক আলামিনকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলামিনকে রাজধানী ঢাকার কমলাপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আলামিনকে কারাগারে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com