হজের খচর কমাতে ভর্তুকি চান জি এম কাদের

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২০:৩২ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২০:৩২

সমকাল প্রতিবেদক

জাপা চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

হজের খরচ কমাতে সরকারি ভর্তুকির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দুর্নীতির কারণেই জনপ্রতি হজের খরচ ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ব্যয়সহ এই খরচ ৯ থেকে ১০ লাখ টাকা হতে পারে। আগের হজ নিবন্ধনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত, এবার উচ্চ খরচের কারণে নিবন্ধন বাতিল করছে। 

আজ সোমবার বনানী কার্যালয়ে তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, হজে বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার। কিন্তু সময় বাড়ানোর পরও ৫০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ভারত থেকে হজের খরচ বাংলাদেশের অর্ধেক। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। দেশের মানুষ হজের ভর্তুকির জন্য টাকা দিতে রাজি আছে। কিন্তু হজের খরচ অর্ধেক করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। 

জি এম কাদের বলেন, আমাদের দল কারো বি-টিম নয়। 

মেগা প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেছেন, লাখ কোটি টাকায় খেলনা বানাচ্ছি, দৃষ্টিনন্দন শোভা বানাচ্ছি। আর সাধারণ মানুষ সংসার চালাতে পারছে না। এখন ২৫০ গ্রাম গরুর মাংসের ক্রেতা নেই। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মাংসের কেজি ছিল ২৫-৩০ টাকা। 

তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com