বহুজাতিক ১৩ কোম্পানির সফলতা নিয়ে এইচএসবিসির প্রকাশনা

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২১:৩৬ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২১:৩৬

সমকাল প্রতিবেদক

বাংলাদেশে কাজ করা ১৩ বহুজাতিক কোম্পানির সফলতা নিয়ে একটি প্রকাশনা বের করেছে এইচএসবিসি বাংলাদেশ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরা হয়েছে সেখানে। 

সোমবার ঢাকার রেডিসন হোটেলে এইচএসবিসি আয়োজিত এক অনুষ্ঠানে ‘‘এ জার্নি অব সাকসেস ইন বাংলাদেশ: হাউ এমএনসি’স আর থ্রাইভিং অ্যান্ড ইনভেস্টিং ব্যাক’’ শিরোনামের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, তুরস্ক, সিঙ্গাপুর এবং কোরিয়ার আন্তর্জাতিক প্রতিনিধি এবং প্রকাশনীতে অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানের সিইও এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 

প্রকাশনীর প্রথম পর্বে যুক্ত প্রতিষ্ঠানগুলো হলো– বাটা সু কোম্পানি, জিই বাংলাদেশ, সিনজেনটা বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, গ্রামীণফোন, এইচএসবিসি বাংলাদেশ, এইচএমসিএল নিলয়, সিঙ্গার বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, লিনডে বাংলাদেশ, মারুবিনি কর্পোরেশন, নোভার্টিস বাংলাদেশ এবং ইয়াংওয়ান কর্পোরেশন। 

প্রকাশনার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অবদান এবং বাংলাদেশে তাঁদের সফলতার ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন বাধা পেরিয়ে এসব কোম্পানি উদ্ভাবনীর মাধ্যমে কিভাবে কার্যক্রম পরিচালনা করে মানুষের জন্য সুযোগ সৃষ্টি করছে- প্রকাশনীতে এর উপর আলোকপাত করা হয়। দেশে বিদ্যমান দক্ষতা, প্রেরণা এবং সুযোগের সদ্ব্যবহার করে তারা কিভাবে উপকৃত হয়েছে তাও তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, প্রতিষ্ঠিত বহুজাতিক কোম্পানির সফলতার গল্প ভবিষ্যতের বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। আমাদের লক্ষ্য আগামী দশকের মাঝে উচ্চ মধ্যম-আয়ের দেশে পরিণত হওয়া এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত দেশের কাতারে যোগ দেওয়া। জসিম উদ্দিন বলেন, এইচএসবিসির এ ধরনের উদ্যোগ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে।

এইচএসবিসি এশিয়া-প্যাসিফিকের কো-চিফ এক্সিকিউটিভ অফিসার সুরেন্দ্র রোসা বলেন, ব্যবসার উন্নয়ন এবং প্রসারে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বের ব্যাপারে এইচএসবিসি অবগত। তাই বিশ্বব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সীমানা পেরিয়ে গ্রাহকদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সহায়তা দিতে দৃঢ়-প্রতিজ্ঞ। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com