
ক্ষমতায় এলে সবাই নিজেদের দেশের মালিক ভাবে: কাদের সিদ্দিকী
প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২১:৪২ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২১:৫৯
টাঙ্গাইল প্রতিনিধি

জনসভায় বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী - সমকাল
'ক্ষমতায় এলে সবাই নিজেদের দেশের মালিক ভাবে' বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আজ কেউ নিরাপদ নেই, কারও সম্মান নেই। যারা যখন ক্ষমতায় থাকে তখন তারা ভাবে, আমরাই দেশের মালিক আর বাকি সব চাকর-বাকর। সরকারি কর্মচারীরা নিজেদের মুনিব মনে করে, আর সাধারণ মানুষ যেন তাদের চাকর। অথচ সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের চাকর, এটা তারা বুঝতে চান না।’
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘বাসাইলের মানুষকে বলছি, আপনারা দয়া করে আমার গামছা ধরেন, আপনারা সম্মান, মর্যাদা ও নিরাপত্তা পাবেন। লাঙ্গল, নৌকা দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না। আর ধানের শীষ নিয়ে যদি গা পরিষ্কার করেন, তাহলে ডাক্তারখানায় যেতে হবে। আমার এই গামছা দিয়ে যা খুশি তাই করতে পারবেন।’
কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.টি.এম সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com