বেনাপোল ও বুড়িমারী দিয়ে দু’দিন বাণিজ্য বন্ধ

প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২২:১৪ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২২:১৪

অনলাইন ডেস্ক

বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর- সমকাল

ভারতে দোলযাত্রা বা দোলপূর্ণিমা এবং পবিত্র শবেবরাত উপলক্ষে উভয় দেশে ছুটি থাকায় বিভিন্ন স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম দু’দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ কারণে বেনাপোল-পেট্রাপোল ও বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে মঙ্গল ও আগামী বুধবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল প্রতিনিধি জানান, দু’দিনের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউসে কার্যক্রম চলবে। স্বাভাবিক থাকবে বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ ওঠানামা। আগামী বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দু’পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা জানিয়েছেন।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, উভয় দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি দিয়ে যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বিষয়টি জানিয়ে চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট, চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে চিঠি দিয়েছে সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com