
এফবিসিসিআই পরিচালক মাসুদ মারা গেছেন
প্রকাশ: ০৬ মার্চ ২৩ । ২২:৩৫ | আপডেট: ০৬ মার্চ ২৩ । ২২:৩৫
কুমিল্লা প্রতিনিধি

মাসুদ পারভেজ খান
কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিক ও প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ভাই মাসুদ পারভেজ খান ওরফে ইমরান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার ভোরে নগরীর ঠাকুরপাড়ার বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। রাতে জানাজা শেষে কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও শোক জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। এক শোকবার্তায় এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com