দিনভর হোলিতে মেতেছেন যে তারকারা

প্রকাশ: ০৭ মার্চ ২৩ । ২০:২৯ | আপডেট: ০৭ মার্চ ২৩ । ২০:৩৮

বিনোদন প্রতিবেদক

আজ দোলপূর্ণিমা। দিনটি  সনাতন ধর্মাবলম্বীরা উদ্‌যাপন করছেন আবির উৎসব। আবিরের রঙ্গে মেতেছেন শোবিজ তারকারাও।  

মুখে আবির মাখা ছবি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘হোলি মানেই রঙের সঙ্গে মেতে উঠতে ভালো লাগে।’

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ছবিটি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘সবাইকে শুভ হোলির শুভেচ্ছা’

অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ৯ বছর আগের ছবি পোস্ট করে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।  লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’।

ছবিটি পোস্ট করে আপু বিশ্বাস ভক্তদের হোলির শুভকামনা জানিয়েছেন

অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘এমন দোলপূর্ণিমার কোনো এক সন্ধ্যায় জন্মেছিলাম। এবার ইংরেজি আর বাংলাটা সুন্দর মিলে গেল। সবাইকে দোলপূর্ণিমার শুভেচ্ছা’

জ্যোতিকা জ্যোতি রং মাখানো ছবি দিয়ে লিখেছেন, ‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’

 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com