
অস্ত্র মামলায় যুবকের ও রিকশাচালক হত্যায় আরেকজনের ১০ বছর কারাদণ্ড
প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ০৯:৪৯ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ০৯:৪৯
লক্ষীপুর প্রতিনিধি

আদালত থেকে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়- সমকাল
লক্ষীপুরে পাওনা ২০০ টাকার জন্য অটোরিকশাচালক লোকমান হোসেনকে পিটিয়ে ও গলায় মাফলার পেঁছিয়ে হত্যার ঘটনায় খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অপরদিকে রামগঞ্জে একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার মো. ইব্রাহিমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম পৃথক এ দুই মামলার রায় দেন। হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত খোরশেদ সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের সিরাজ উল্যার ছেলে। অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম লোকমান চররুহিতা গ্রামের মকবুল আহমেদের ছেলে ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে পাওনা ২০০ টাকার জন্য পিটিয়ে ও গলায় মাফলার পেঁছিয়ে আসামি খোরশেদ তাকে হত্যা করেন। তিনি খোরশেদের অটোরিকশা দৈনিক ২০০ টাকা হাজিরায় ভাড়া চালাতেন। ঘটনার কয়েকদিন আগে আসামির রিকশা চালানো বন্ধ করে দেন তিনি। তখন আসামি তার কাছ থেকে ২০০ টাকা পাওনা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
অস্ত্র মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ইব্রাহিম আগ্নেয়াস্ত্র নিয়ে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের পেছনে একটি পোল্ট্রি দোকানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা ব্যাগ নিয়ে ইব্রাহিম পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ থেকে পত্রিকা মোড়ানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com