গুলিস্তানে বিস্ফোরণ

জামাইয়ের ফোন বাজছে, ধরছে না কেউ

প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ১২:৫১ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ১৫:৪৭

বিশেষ প্রতিনিধি

জামাইয়ের খোঁজে মঙ্গলবার রাত থেকে বিস্ফোরণস্থলে আব্দুর রউফ

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ব্যবসায়ী মমিন উদ্দিন সুমনের খোঁজ এখনও মেলেনি। মঙ্গলবার সন্ধ্যা থেকে তাঁর ফোন বাজলেও কেউ ধরছেন না। মমিন উদ্দিন সুমনের শ্বশুর আব্দুর রউফ সমকালকে এ তথ্য জানান। 

সিদ্দিকবাজারে ওই ভবনে জামাইয়ের খোঁজে মঙ্গলবার রাত থেকে সেখানে তিনি অবস্থান করছেন। তিনি বলেন, ‘হাসপাতালসহ সব জায়গায় খুঁজেছি, পাইনি। ফোন বাজলেও কেউ ধরছে না।’

তিনি বলেন, সর্বশেষ মঙ্গলবার বিকেলে জামাইয়ের সঙ্গে কথা বলেছি। এরপর থেকে তাকে ফোন দিয়ে যাচ্ছি। ফোন ধরছে না।  

তিনি জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই ভবনের নিচে তার জামাইয়ের দোকান রয়েছে। দোকানের নাম ‘অনিকা সেনেটারি’। বিস্ফোরণে দোকান বিধ্বস্ত হয়ে নিচে চাপা পড়ে আছে কিনা নিশ্চিত নই।   

আব্দুর রউফ বলেন, তার নিখোঁজ জামাইয়ের দুই মেয়ে। বড় মেয়ে মালয়েশিয়ায় থাকে। বিস্ফোরণের খবর পেয়ে সে দেশে চলে এসেছে।       


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com