
টি২০তে ইংল্যান্ডকে হারানো প্রসঙ্গে হাথুরু, 'আমি জাদুকর নই'
প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ১৫:৫৪ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ১৭:১০
ক্রীড়া প্রতিবেদক
-samakal-64085b4a58c77.jpg)
চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। আগামীকাল একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। যেটি হবে এই ফরম্যাটে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ২০২১ বিশ্বকাপে মুখোমুখি হয়ে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
তাই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজটি এই ফরম্যাটে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ঘরের মাঠে এই সিরিজ বাংলাদেশ জিততে পারবে কি না এমন প্রশ্নে প্রধান কোচ হাথুরুসিংহে জানান, তিনি জাদুকর নন। অর্থাৎ কি হতে পারে সেটা তিনি এখন বলতে পারছেন না।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা জেতার চেষ্টাই করব।'
হাথুরুসিংহের প্রত্যাশা আন্তর্জাতিক মঞ্চে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারবেন তরুণরা, 'আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।'
হাথুরু আরো বলেন, 'আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।'
ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই বিবর্ণ বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল হয়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com