কলেজছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই

প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ১৬:২৮ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ১৭:৫২

 লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাদেক হোসেন (২০) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর দেড়টায় উপজেলার আমিরাবাদ পুরাতন মা- মনি হাসপাতালে পিছনে এ ঘটনা ঘটে।

আহত ছাদেক উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়ার  দেলোয়ার হোসেনের ছেলে ও গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

আহত কলেজ শিক্ষার্থী ছাদেক বলেন, বাড়ি থেকে আমিরাবাদ যাওয়ার পথে পুরাতন মা-মনি হাসপাতালের পিছনে খাইর আহমদ মৌলভীর বাড়ির সামনেকয়েকজন দুষ্কৃতিকারী গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় একটি  আই- ফোন ইলেবেন, আরেকটি স্মার্ট ফোন  ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার থানায় অভিযোগ দায়ের করি।

স্থানীয়রা জানায়, পুরাতন মা- মনি হাসপাতালে পিছনের গলিতে  প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ পর্যন্ত প্রশাসন কোন ছিনতাইকারীকে আটক করেনি। উঠতি বয়সের যুবকরা প্রায় সময় আড্ডা দেয়। মাদকের ছড়াছড়িও হয় এ জায়গায়।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান সমকালকে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com