
রাজশাহীতে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ১৬:৫৭ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ১৬:৫৯
রাজশাহী ব্যুরো

প্রতীকী ছবি
রাজশাহীর কাটাখালিতে চার্জার ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চার্জার ভ্যান চালক রাহাত আলী (৪৫) ও ভ্যান যাত্রী রিনা বেগম (৫০)। রিনা বেগম নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা এবং রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে চার্জার ভ্যানে করে বেলপুকুরের দিক থেকে রাজশাহীর দিকে আসছিলেন চালক রাহাত ও যাত্রী রিনা বেগম। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও যাত্রী দুজনই গুরুতর আহত হন।
ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশার চালক পলাতক রয়েছেন। তবে অটোরিকশাটি পুলিশ আটক করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com