গুলিস্তানে বিস্ফোরণ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ছেলের খোঁজ পাননি রতন মিয়া

প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ১৭:৫৪ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ১৮:০১

সমকাল প্রতিবেদক

ছেলের ছবি হাতে জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্রের সামনে রতন মিয়া। ছবি- সমকাল

মুন্সীগঞ্জের বিক্রমপুরে মায়ের কাছে বেড়াতে গিয়েছিল আব্দুল মালেক। বাড়ানো শেষে সাভারের হেমায়েতপুরে নিজ কর্মস্থলে ফিরছিল ১৩ বছরের এই কিশোর। কিন্তু রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের পর থেকে মালেকের খোঁজ মিলছে না। ছেলের খোঁজে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন মালেকের বাবা মো. রতন মিয়া।

আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্রে রতন মিয়া তার ছেলের খোঁজে আসেন। কিন্তু ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা এই বাবা।

রতন মিয়া জানান, তাদের বাড়ি নেত্রকোনা। তবে তারা মুন্সীগঞ্জের বিক্রমপুরে থাকে। তার ছেলে মালেক সাভারের হেমায়েতপুরে ইটভাটায় কাজ করতো। গতকাল মঙ্গলবার গুলিস্তানে বিস্ফোরণের পর থেকে থেকে মালেককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রতন মিয়া বলেন, আমার ছেলে বিক্রমপুরে ওর মায়ের কাছে বেড়াতে গেছিল। মঙ্গলবার সকালে ওর মা ছেলেরে বাসে উঠায়ে দেয়।

তিনি আরও বলেন, আমার ছেলে গুলিস্তান এলাকার রাস্তাঘাট চেনে। তাই এদিক দিয়া গেলে একটু ঘোরাফেরা করে। তারপর হেমায়েতপুরে নিজের কর্মস্থলে যায়। রাতে ইটভাটা থেইকা আমাকে ফোন দিয়ে বলছে, মালেক এখনো যায় নাই। এরপর থেকে আমরা মালেকরে খুঁজছি।

মালেকের বাবা বলেন, দুর্ঘটনার জায়গায় গেছিলাম, পুলিশের সাথে কথা বললে তারা হাসপাতালে খোঁজ নিতে বলেন। ওই হাসপাতালে (শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট) গেছিলাম, সেখানেও তারে পাই নাই। এরপর তারা কইলো যে ঢাকা মেডিকেলে অনেকে ভর্তি আছে, এইখানে খোঁজ নিতে। কিন্তু এইখানে আসার পর জানলাম এইখানেও আমার ছেলে নাই।

জেলা প্রশাসনের তথ্য মতে, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানের কর্মচারী মেহেদী হাসান স্বপন, পথচারী ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া (সেলিম) ও পথচারী আব্দুল মালেক।

এদিকে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। পরিদর্শনকালে গণমাধ্যমকে তিনি বলেন, যেই দুর্ঘটনা ঘটেছে, তা মর্মান্তিক। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com