সেমিনারে বক্তারা

স্মার্ট সিটিজেনই স্মার্ট বাংলাদেশ তৈরি করবে

প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ২০:২৫ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ২০:২৫

সমকাল প্রতিবেদক

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: সমকাল

ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট সিটিজেনই স্মার্ট বাংলাদেশ তৈরি করবে, যার অর্ধেক অংশই নারী। 

মঙ্গলবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ও কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক ও জেন্ডার অ্যান্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রযুক্তি আমাদের জীবনকে কতভাবে প্রভাবিত করছে, আমরা প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মধ্যে আটকা পড়ে গেছি। সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, সেখানে তাল মিলিয়ে চলতে হবে। ডিজিটাল ইনোভেশনের গুরুত্ব আমাদের মা-বোনদের জন্যও সমানভাবে প্রযোজ্য হয়ে উঠেছে। নারীকেও প্রযুক্তির ব্যাপারে জানতে হবে।

তিনি বলেন, নারীর অধিকার, মানবাধিকার এ ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সংগ্রাম। নারীকে আজও নির্যাতন-সহিংসতা থেকে সুরক্ষিত রাখার জন্য এ আন্দোলন চলমান। বিশ্বের কোনো না কোনো জায়গায় নারী এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। কৃষিক্ষেত্রে অনেক বেশি যান্ত্রিক ব্যবহার হচ্ছে। কৃষি অর্থনীতিতে আমাদের মা-বোনেরা ১৭টি কাজ করেন, একজন কৃষক হিসেবে একজন নারী কতটা স্বীকৃতি পান, তিনি কতটা সার, কতটা বীজ বিনামূল্যে পান, বিভিন্ন স্তরে সেই বৈষম্য রয়েছে। গৃহস্থালি কাজের স্বীকৃতিতে নারীরা বঞ্চিত থাকছে।

নারী-পুরুষের সমতা আনয়নে ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com