চাকরি স্থায়িকরণের দাবি

পাঁচদিন ধরে প্রেস ক্লাবে বাপেক্স কর্মচারীরা

প্রকাশ: ০৮ মার্চ ২৩ । ২১:৩৩ | আপডেট: ০৮ মার্চ ২৩ । ২১:৩৬

সমকাল প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। ছবি: সংগৃহীত

চাকরি স্থায়িকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) অস্থায়ী কর্মচারীরা। ৫ মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা । সারাদেশের ১৪টি গ্যাসক্ষেত্রের প্রায় পাঁচ শতাধিক কর্মচারী এতে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, তাদের অনেকেই ৩০ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করছেন। দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও তাদের স্থায়ী নিয়োগ না দেওয়া হচ্ছে না। বরং আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পরিচালনা করার ষড়যন্ত্র করছে একটি চক্র। তারা প্রধানমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, বাপেক্সের এমডির কাছে স্মারকলিপি দিয়েছেন। সাড়া না পেয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। 

তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে আমরণ অনশনে যাবেন। 

বাপেক্সর স্টোরকিপার বায়েজিদ বলেন, প্রশাসন অনেকবার আমাদের আশ্বাস দিয়েছে- চাকরি  স্থায়ী করা হবে। তাই আমরা অন্য কোনো চাকরির দিকে মনোনিবেশ করেনি। 

তিনি আরও বলেন, আমাদের মতো দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে অদক্ষ ও নতুনদের নিয়োগ দিলে বাপেক্সের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com