আদমদীঘিতে নৈশকোচের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১১:০০ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১১:২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী নৈশকোচের ধাক্কায় মাসুদ রানা (৪২) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন গ্রামের হাসেম আলীর ছেলে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মাসুদ রানা অটোরিকশা চালিয়ে বাসস্ট্যান্ড পারাপারের সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি অজ্ঞাত নৈশকোচ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় সেটি কোচের ধাক্কায় প্রায় ৫০ গজ দূরে ছিচড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যায়। তবে অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

মাসুদ রানার মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে জানিয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com