
পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা ম্যাককনেল
প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১১:৪৯ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১১:৪৯
অনলাইন ডেস্ক
-samakal-6409737fd2491.jpg)
মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসির হোটেলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পড়ে যান ৮১ বছর বয়সি ম্যাককনেল। খবর: নিউইয়র্ক পোস্ট’র।
মিচ ম্যাককনেলের মুখপাত্র বলেন, ‘লিডার ম্যাককনেল ব্যক্তিগত পরিসরে ডিনারের সময় পড়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে।’ তবে ম্যাককনেলের শরীরে কোনো জখম বা সমস্যা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি মুখপাত্র।
রিপাবলিকান নেতা ম্যাককনেল ওয়াশিংটন ডিসির ওয়াল্ডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com