রোনালদোর চেয়ে মেসির বিপক্ষে ফল বায়ার্নের পক্ষে এসেছে: মুলার

প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১৩:৩২ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১৩:৩২

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বরাবরই কঠিন সময় পার করতে হয়েছে তাদের। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালের বিপক্ষে। অন্যদিকে লিওনেল মেসি বার্সেলোনায় থাক কিংবা পিএসজি, তার দলের বিপক্ষে বায়ার্ন অধিকাংশ সময় জয় নিয়ে মাঠ ছেড়েছে। 

বার্সেলোনায় মেসির শেষ মৌসুমে যেমন বায়ার্ন মিউনিখ মেসিদের বিপক্ষে ৮-২ গোলের জয় পেয়েছিল। এবার আবার মেসিদের পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাভারিয়ানরা। 

বিষয়টি নিয়ে মুলার বলেছেন, ‘রেজাল্টের দিক থেকে মেসির বিপক্ষে ফলা সব দিক দিয়ে আমাদের পক্ষেই বেশি গেছে। সেই তুলনায় ক্লাব পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়ালে ছিল আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তবে মেসির বিশ্বকাপ পারফরম্যান্সের প্রতি আমার অগাধ সম্মান আছে।’ 

মুলার জানিয়েছেন, পিএসজির হয়ে মেসির জন্য পারফর্ম করা অতোটা সহজ নয়। কারণ দলের ভরসাম্যও গুরুত্বপূর্ণ। অন্যদিকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে মেসি দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপে তার ব্যক্তিগত পারফরম্যান্স খুবই ভালো ছিল। বিশ্বকাপে পুরো দলটাকে টেনেছেন তিনি।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com