ইংল্যান্ডকে হারাতে বাংলাদেশের চাই ১৫৭ রান

প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১৫:২৮ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১৬:৫০

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সেই গতি ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের রানার চাকা বেঁধে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড ২০ ওভারে থেমেছে ৬ উইকেটে ১৫৬ রান তুলেই। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও জস বাটলার উড়ন্ত শুরু দেন। ফিল সল্টকে ফিরিয়ে ৮০ রানের এ জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৩৫ বলে ৩৮ রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন সল্ট। এরপর সাকিব আল হাসান ফেরান ডেভিড মালানকে (৪)।

বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ১৩৫ রানে এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ১৩ বলে তিন চারে ২০ রান করা ডাকেট বোল্ড হন ফিজের বলে। এর পরের ওভারে হাসানের প্রথম বলেই শান্তর ক্যাচ হয়ে ফেরেন বাটলার। ৪২ বলে চারটি করে ছক্কা ও চারে ৬৭ রান করেন ইংলিশ অধিনায়ক। এরপর পরের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। স্যাম কারেন, ক্রিস ওকসরা একের এক ফেরেন। কেউই রান দুই অঙ্কের কোটায় নিতে পারেননি।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন দুইটি উইকেট। এছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা একটি করে উইকেট নেন।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আট বছর পর জাতীয় দলের একাদশে ফিরেছেন রনি তালুকদার। অভিষেক করানো হয়েছে বিপিএলে ভালো খেলা তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। এছাড়া নুরুল হাসানকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে তরুণ শামিম হোসেনকে।

শুরুতে বোলিং করার বিষয়ে অধিনায়ক সাকিব জানিয়েছন, চট্টগ্রামে বিপিএল খেললেও উইকেটে কেমন রান হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা না পাওয়ায় ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তারা। 

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com