
বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১৭:১৯ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১৭:১৯
বরিশাল ব্যুরো

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ। ছবি: সমকাল
বরিশালে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে সেখানে সমাবেশ করে যুবদল।
সমাবেশে যুবদল নেতারা বলেন, বিএনপির আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই আন্দোলন বন্ধ করতে সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন শুরু করেছে। কিন্তু জুলুম, নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। জনরোষ থেকে তারা বাঁচতে পারবে না। চলমান গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্ত রূপে সফল না হওয়া পর্যন্ত, ন্যায্য দাবি আদায় না করে বিএনপির নেতা-কর্মীরা কেউ রাজপথ ছাড়বে না। বিএনপির একজন নেতাকর্মী যতক্ষণ বাইরে আছে, জীবিত আছে ততক্ষণ গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন চলবে।
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দীন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্যসচিব গোলাম মোরশেদ মাসুদ ও দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com