বোলারদের প্রশংসা করলেন ম্যাচ সেরা শান্ত

প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ১৯:৩৪ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ১৯:৩৪

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচসেরা নাজমুল হোসেন শান্ত। ছবি- মোঃ রাশেদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দেখা এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। ২০২১ বিশ্বকাপে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার চিত্রটা বদলে দিল লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয়বার দেখাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

বিপিএলের ফর্মটাকে ইংল্যান্ড সিরিজেও টেনে এনেছেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই ফিফটি পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে তো তার ব্যাটেই বাংলাদেশ বধ করেছে ইংল্যান্ডকে। ৩০ বলে ৮ চারে ৫১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শান্ত। এতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বিপিএলের টুর্নামেন্ট সেরা শান্তর হাতেই। শান্ত যে শুধু ফিফটি তুলেছেন এমন নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন তিনিও। ধরেছেন জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কারেনের ক্যাচ।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে শান্ত প্রশংসা করেন বোলারদের। তিনি বলেন, 'ইংল্যান্ডের মতো দলকে আমরা দেড়শর মধ্যে (১৫৬) রাখতে পেরেছিলাম। সেই কৃতিত্ব অবশ্যই বোলারদের। জয়ের লক্ষ্যে আমরা সাবলীল ব্যাটিং করতে পেরেছিল বলেই দারুণ জয় এসেছে।'

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের লিড ১-০ ব্যবধানে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com