
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা
জলবায়ু পরিবর্তনে কিডনি রোগের ঝুঁকি বাড়ছে
প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ২২:৪৪ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ২২:৪৪
নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ ভবন মিলনায়তনে সভার আয়োজন করা হয় - সমকাল
কিডনি দিবস উপলক্ষে এক সভায় বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান তাপমাত্রায় কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এ ছাড়া বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।
বৃহস্পতিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ এবং গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার।
এতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সভাপতি আলতেফুন্নেসা মায়া বলেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসকরা তাঁর কিডনি পরিবর্তন করতে বলেছেন। কিন্তু দেশের প্রচলিত আইনে নিজ পরিবারের সদস্য ছাড়া কারও কাছ থেকে কিডনি নেওয়া যায় না। কিন্তু ডা. জাফরুল্লাহর পরিবারে কিডনি দেওয়ার উপযুক্ত কাউকেই পাওয়া যায়নি। অন্যদিকে, তিনি কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চান না। এ কারণে তাঁর কিডনি পরিবর্তনের করা যাচ্ছে না। তাই এই আইনটি শিথিল করা উচিত।
সভায় ‘জলবায়ু পরিবর্তন এবং কিডনি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান নেফ্রোলজিস্ট ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী। তিনি বলেন, গত ২০ বছরে ২০০ বছরের চেয়ে বেশি জলবায়ু পরিবর্তন হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোকের সংখ্যা বাড়ছে। এ ছাড়া কায়িক পরিশ্রমে জড়িতদের প্রচুর ঘাম হচ্ছে। এতে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুদূষণ, বন্যা ও খরা এবং বিশুদ্ধ পানির অভাবে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে।
‘যুদ্ধ এবং কিডনি’ শীর্ষক প্রবন্ধে অধ্যাপক ডা. আইয়ুব আলী চৌধুরী বলেন, যে কোনো দুর্যোগ এবং যুদ্ধবিগ্রহ মানুষকে শারীরিকভাবে আহত করার পাশাপাশি মানসিক চাপ বৃদ্ধি করছে। এটা পরোক্ষভাবে কিডনি রোগে আক্রান্ত হওয়ার দিকে ধাবিত করছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অল্প খরচে কিডনি প্রতিস্থাপনের জন্য গণস্বাস্থ্য নগর হাসপাতালে শিগগিরই স্যার ফজলে হাসান আবেদ ট্রান্সপ্লান্ট সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com