শান্তি ফেরাতে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে: বাম জোট

প্রকাশ: ০৯ মার্চ ২৩ । ২৩:০১ | আপডেট: ০৯ মার্চ ২৩ । ২৩:০১

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

অবিলম্বে সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে প্রতিদিন বাজে প্রলাপ বকছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণের জীবনে স্বস্তি ও শান্তি আসবে না। তাই জনগণের স্বস্তি ও শান্তি ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টন ও আজিমপুর এলাকায় বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। বাম জোট ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ ঢাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই গণসংযোগ চালানো হয়।

গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদের জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, রুখসানা আফরোজ আশা, সিপিবির অর্নব সরকার, বাসদের (মার্কসবাদী) রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, হকার নেতা সেকান্দর আলী, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, দীপক শীল, অনীক কুমার দাস, সুহাইল আহম্মেদ, ভজন বিশ্বাস প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com