
নারী দিবস
নোয়াখালীতে আলোচনা সভায় নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি
প্রকাশ: ১০ মার্চ ২৩ । ০৬:০৩ | আপডেট: ১০ মার্চ ২৩ । ০৬:০৩
অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ‘নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে আগামীর স্থায়িত্বশীল উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এনআরডিএসের প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন বলেন, ‘ঘুম থেকে উঠার পরই নারীদের কাজ শুরু হয়। কর্মজীবী নারীদের কাজ কারতে পুরুষের চাইতে বেশি।’
নারী জোটের সম্পাদক মনোয়ারা আক্তার মিনুর সঞ্চালনে নারী অধিকার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য প্রদান করেন পশ্চিমবঙ্গ গান্ধী বিচার পরিষদের প্রতিনিধি রণজীত সরকার, এনআরডিএস এর পরিচালক আব্দুল আউয়াল, বন্ধনের পরিচালক আমিনুজ্জামান, গান্ধী আশ্রয় ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, এফপিএবি এর যুব শাখা প্রধান মিথুন মজুমদার, উক্ত ইউনিয়নের নারী সংরক্ষিত আসনের নির্বাচিত জনপ্রতিনিধি রওশন আক্তার লাকী।
এছাড়াও উন্নয়ন সংগঠন, নারী ও যুব সংগঠন, কর্মজীবী নারী এবং প্রান্তিক নারী সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়। মূল বিষয়ে আলোচনার পর মুক্ত আলোচনায় আলোচকগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কয়েকজন কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে গিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com