ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা, ৮ বিশেষ ট্রেনে আসছেন নেতাকর্মীরা

প্রকাশ: ১১ মার্চ ২৩ । ১৩:২২ | আপডেট: ১১ মার্চ ২৩ । ১৩:৫৪

ময়মনসিংহ প্রতিনিধি

ট্রেনে করে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা। ছবি-সমকাল

একের পর এক ট্রেন আসছে ময়মনসিংহ রেলওয়ে জংশনে। ট্রেনের কামড়া ভর্তি মানুষ। ছাদেও তিল ধারণের ঠাঁই নেই। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর স্লোগানে গ্রামের মেঠোপথ মাড়িয়ে ট্রেনগুলো এসে দাঁড়ায় স্টেশনের প্ল্যাটফর্মে। ট্রেনে কষ্ট করে আসা মানুষগুলোর হৃদয়ে আনন্দের সীমা নেই। প্রায় সাড়ে চার বছর পর ময়মনসিংহের নিজ শহরে প্রধানমন্ত্রীকে দেখতে ও আগামী দিনে শেখ হাসিনার বার্তা শুনতে ছুটে এসেছেন তারা। 

শনিবার ৮টি বিশেষ ট্রেনে বিভিন্ন এলাকা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় আসেন নেতাকর্মীরা। তারা স্টেশন থেকে মিছিল নিয়ে যান সমাবেশ স্থলে।

শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউজে গিয়ে বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৩টায় সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ছোট ছোট মিছিল নিয়ে আসছেন ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোনা এই তিন জেলা থেকে বিশেষ আটটি ট্রেন বিভাগীয় শহর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসতে শুরু করে সকাল থেকে। ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, জামালপুরের সরিষাবাড়ির অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্ঝাইল-ময়মনসিংহ রুটে ৮টি স্পেশাল ট্রেন আসছে জেলা ও উপজেলা থেকে।

ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলী। ট্রেনের ছাদে চড়ে এসেছেন ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে। সকাল সোয়া ১১ টার দিকে গফরগাঁও থেকে ট্রেনটি ময়মনসিংহে এসে পৌঁছায়। রেলওয়ে জংশনে নামার পর হযরত আলী বলেন, বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে দল করি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে সামনে রেখে কী বার্তা ও নির্দেশনা দেবেন তা শুনতে এসেছি। নেত্রীর বার্তা শুনে আগামী দিনে নৌকাকে বিজয়ী করতে সেভাবে মাঠে কাজ করব।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com