ময়মনসিংহে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ মার্চ ২৩ । ১৫:২০ | আপডেট: ১১ মার্চ ২৩ । ১৬:০৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ। ছবি-সমকাল

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ দিয়ে তিনি ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছান।

পরে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রথমে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন সরকার। 

সার্কিট হাউস ময়দানে জনসভা মঞ্চের পাশে স্থাপিত উন্নয়ন প্রকল্প উদ্বোধনী মঞ্চে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী মঞ্চে আসনগ্রহণ করলে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ফুল ও নৌকা প্রতীকের রেপ্লিকা তুলে দেন। পরে জাতীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ময়মনসিংহ বিভাগীয় জনসভার আনুষ্ঠানিকতা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com