ভবনটি ঝুঁকিপূর্ণ নয়, ভেঙে পড়েছে শুধু সেন্টারিং: ইয়াফেস ওসমান

প্রকাশ: ১১ মার্চ ২৩ । ২১:২৬ | আপডেট: ১১ মার্চ ২৩ । ২১:২৬

নিজস্ব প্রতিবেদক, সাভার

ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, নির্মাণাধীন ভবনের ১০ তলার ছাদের সেন্টারিং শুধু ভেঙে পড়েছে। এতে মূল ভবন ঝুঁকিপূর্ণ নয়। ঠিকাদার নতুন করে ১০ তলা ভবনের ছাদের নির্মাণকাজ শুরু করবে। তবে কিছুটা তো গাফলতি আছেই। বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।

আজ শনিবার সাভারের আশুলিয়ার গণকবাড়িয় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেছেন, আমরা ঠিকাদারকে বলছি, ভেঙে যাওয়া অংশ পরিষ্কার করে নতুন করে কাজ করবে। সঠিকভাবে কাজ করতে বলা হয়েছে, যাতে এ ধরনের অঘটন আর না হয়। 

ভবন ধ্বসের ঘটনায় কোনো তদন্ত কমিটি করা হয়েছে কিনা জানতে চাইলেন মন্ত্রী বলেন, একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ জন্যই এখানে এসেছি। সব কিছু দেখলাম। আহতদের দেখভাল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে । 

মন্ত্রী আরও বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভবন। এখানে ক্যান্সার হাসপাতালসহ গবেষণা ও প্রশিক্ষণের কাজ চলবে। রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দেওয়া হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো- এটি চালু হলে চিকিৎসা খরচ কমে আসবে। 

এসময় উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল, পরমাণু শক্তি কমিশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মুঞ্জুরুল আহসান প্রমুখ।  


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com