
বিএমডিসির নিবন্ধন ছাড়াই ঢাকায় রোগী দেখেন ভারতীয় চিকিৎসক
প্রকাশ: ১১ মার্চ ২৩ । ২১:৫২ | আপডেট: ১১ মার্চ ২৩ । ২২:০৩
সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত
আইন অনুযায়ী বিদেশি কোনো চিকিৎসক দেশে চেম্বার খুলতে বা রোগী দেখতে হলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নিতে হয়। তবে এ বিধির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন ভারতীয় এক চিকিৎসক। রীনা গুপ্ত নামের ওই চিকিৎসক নিজেকে ইনফার্টিলিটি (বন্ধ্যত্ব) বিশেষজ্ঞ হিসেবে দাবি করেন। রাজধানীর বনানীর বিটিআই আর্মিটেজে চিকিৎসা ও পরামর্শ দেন। অবৈধভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেন তিনি।
বিএমডিসি আইনে উল্লেখ রয়েছে- নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ। আইন লঙ্ঘনে অপরাধীর তিন বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
অভিযোগ আমলে নিয়ে ভারতীয় ওই চিকিৎসকের বিরুদ্ধে বনানী থানায় অভিযোগ করেছে বিএমডিসি। শনিবার বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত বিজ্ঞপ্তির ভারতীয় চিকিৎসক রীনা গুপ্ত বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত নয়। এজন্য তাঁর চিকিৎসাকার্য পরিচালনা ও ভিডিও কলের মাধ্যমে পরামর্শ প্রদান আইনের পরিপন্থি।
কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন সমকালকে বলেন, আমরা এ বিষয়ে বনানী থানায় একটি অভিযোগ করেছি। পরবর্তী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ডা. রীনা গুপ্তের চেম্বারের এক কর্মকর্তা বলেন, তিনি চেম্বার করেন না। রোগীদের সঙ্গে ইনফার্টিলিটি (বন্ধ্যত্ব) নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com