রাজশাহীতে সংঘর্ষ

আটকে আছে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস

প্রকাশ: ১২ মার্চ ২৩ । ০২:২০ | আপডেট: ১২ মার্চ ২৩ । ০২:২২

রাজশাহী ব্যুরো

সংঘর্ষের পরে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীদের অবরোধে আটকে আছে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটের ট্রেনটি রাত দেড়টায়ও রাজশাহী ছেড়ে যেতে পারেনি।

সমকালের রাজশাহী প্রতিনিধি জানান, বেশ কয়েকজন শিক্ষার্থী রেললাইন অবরোধ করে রেখেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় বিনোদপুরে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাবির বিনোদপুর গেটের সামনে ও শহরে টহল দিচ্ছে পুলিশ ও র‍্যাব। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। 

রাবির বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম দাবি করেছেন, সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা দুইশর বেশি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com