বেসিক ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশ: ১২ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১২ মার্চ ২৩ । ১০:২৪ | প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। গত বৃহস্পতিবার নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’।

এর সঙ্গে সংগতি রেখে ব্যাংকের বনানী শাখায় কেক কেটে দিবসটি উদযাপনের মাধ্যমে নারী সহকর্মীদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান। ডিএমডি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ডিএমডি আবু মো. মোফাজ্জেল ও মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক এএসএম রওশানুল হক, মো. ইসমাইল, মো. মমিনুল হক, ডিজিএম ও নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হেলেনা পারভীন, বনানী শাখার ব্যবস্থাপক রাজিয়া খাতুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com