
কুয়েটে ক্যাম্পাসে হুয়াওয়ের নিয়োগ পরীক্ষা
প্রকাশ: ১২ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১২ মার্চ ২৩ । ১২:২২ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

তরুণ শিক্ষার্থীদের চাকরির সুযোগ দিতে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রিক্রুটমেন্ট প্রোগ্রামের আয়োজন করে হুয়াওয়ে। কুয়েটের সিএসই, ইইই ও ইসিই– এ তিনটি বিভাগ থেকে ২০০ শিক্ষার্থী ক্যাম্পাস রিক্রুটমেন্টের আওতায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নির্বাচিতরা শিগগিরই হুয়াওয়েতে যোগদান করবেন।
নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেয় হুয়াওয়ে। পাশাপাশি তরুণদের দক্ষ করে গড়ে তুলতে আইসিটি স্কিলস কম্পিটিশন, সিডস ফর দ্য ফিউচার ও আইসিটি একাডেমির মতো প্রোগ্রাম পরিচালনা করে আসছে হুয়াওয়ে। কুয়েট থেকে রিক্রুটমেন্ট প্রোগ্রামে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ফারা নেওয়াজ, ওমর হায়দার মুশফিক আহমেদ, মো. খালিদ হোসেন বিশ্ববিদ্যালয়টির ইসিই বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com