
অপেক্ষার অবসান, ৩৯ মাস পর টেস্টে কোহলির সেঞ্চুরি
প্রকাশ: ১২ মার্চ ২৩ । ১৪:১১ | আপডেট: ১২ মার্চ ২৩ । ১৪:১১
স্পোর্টস ডেস্ক
-samakal-640d892307912.jpg)
সাদা পোশাকে ২৮তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। তবে তার এই সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মাস। কোহলি শেষবার টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। এরপর থেকেই ইনিংসখরায় ভুগছিলেন তিনি। এই সময়ে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এসে সেঞ্চুরির খরা কাটে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ন্যাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরিতে পা রাখেন তিনি।
গতকাল ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। আজ ধৈর্য আর নিয়ন্ত্রণের পরীক্ষা দিয়ে ২৪১ বলে ৫টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। যেটি কিনা কোহলির ক্যারিয়ারের স্বস্তিদায়ক এক সেঞ্চুরি।
এই সেঞ্চুরি করে রেকর্ডের খাতায় নতুন করে নিজের নাম লিখিয়েছেন কোহলি। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি পেছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে। উল্লেখ্য, গ্রায়েম ও বর্ডার টেস্টে ২৭টি করে সেঞ্চুরি করেছেন। ক্লার্ক ও আমলা করেছেন কোহলির মতোই ২৮টি করে টেস্ট সেঞ্চুরি।
তিন ফরম্যাট মিলিয়ে কোহলির এটি ৭৫তম সেঞ্চুরি। শচীনের ১০০ সেঞ্চুরি থেকে ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে কোহলি। সব ফরম্যাট মিলিয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানদের তালিকায় কোহলি আগেই দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরিয়ানদের তালিকায় কোহলি উঠে আসেন যুগ্মভাবে ১১ নম্বরে। সব থেকে বেশি ৫১টি টেস্ট সেঞ্চুরি করেছেন শচীন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটি কোহলির ৮ নম্বর সেঞ্চুরি। তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাস্কারকে। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব থেকে বেশি ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার।তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির এটি ১৬তম সেঞ্চুরি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com