দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে শেলটেক: কুতুবউদ্দীন আহমেদ

প্রকাশ: ১২ মার্চ ২৩ । ২০:১২ | আপডেট: ১২ মার্চ ২৩ । ২০:১২

সমকাল প্রতিবেদক

শেলটেকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান।

আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ বলেছেন, ‘ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে শেলকেট গ্রুপ।’

তিনি বলেন, ‘আবাসন খাতে ক্রেতাদের আস্থা ও বিশ্বাসের জায়গায় শেলকেট অনন্য। নাগরিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনকে প্রাধান্য দিয়ে আবাসন খাতে শেলটেক একটা আস্থার জায়গায় তৈরি করেছে।’

আজ রোববার শেলটেকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ বলেন, ‘৩৫ বছরের যাত্রায় আবাসনের পাশাপাশি নির্মাণ ব্যবসা, প্রিমিয়াম ফ্লোর ও ওয়াল টাইলস, তারকা মানের বুটিক হোটেল, বৈদ্যুতিক খুঁটি, এভিয়েশন, ব্রোকারেজ হাউজসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছে শেলটেক।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজের নামে মিলনায়তন উদ্বোধন করেন প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ। এ সময় ছিলেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com