রাবিতে সংঘর্ষ

রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শিক্ষার্থীদের

প্রকাশ: ১২ মার্চ ২৩ । ২০:২৭ | আপডেট: ১২ মার্চ ২৩ । ২০:৩৩

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আবারও বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মহাসড়ক অবরোধ করে ও চারুকলায় রেলাইনে আগুন জ্বালিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারুকলার রেললাইনে শিক্ষার্থীদের বানানো ডামি পুড়িয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। 


এদিকে এ সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন ৮ জন শিক্ষার্থী। এসময় সুনির্দিষ্ট সাত দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

তাদের দাবিগুলো হলো-এ ঘটনার জন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং প্রশাসনকে জবাবদিহি করতে হবে, হামলাকারীদের শনাক্ত করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করা এবং হলগুলো রাজনৈতিক ‘সন্ত্রাস’ বন্ধ ও সিন্ডিকেটের মাধ্যমে হলের আবাসিকতা প্রদান বন্ধ করা, ক্যাম্পাসের গেটগুলোতে চেকপোস্ট বসানো এবং পাস ব্যতীত বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ডাইনিং, দোকান, ক্যান্টিনের খাবারের দাম ও রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া ও খাবারের মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গতকাল ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল আমার ছেলের মেডিকেলে পরীক্ষা ছিল। আমি ছেলেকে নিয়ে বগুড়া গিয়েছিলাম। গতকাল ছুটিতে ছিলাম আজ ক্যাম্পাসে ফেরার কথা ছিল। সন্ধ্যায় সংঘর্ষের খবর পাওয়ার পর মোবাইলে বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করি। আজ ভোরে রাজশাহীতে ফিরেছি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com