রমজানে ওয়াসার পানির সরবরাহ স্বাভাবিক চান চট্টগ্রামবাসী

প্রকাশ: ১২ মার্চ ২৩ । ২১:৩৭ | আপডেট: ১২ মার্চ ২৩ । ২১:৩৭

চট্টগ্রাম ব্যুরো

আসন্ন রমজানে ওয়াসার পানির সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামবাসী। আজ রোববার নাগরিক উদ্যোগের একটি প্রতিনিধি দল ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সঙ্গে দেখা করে এ আহ্বান জানায়।

এ সময় নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনও মোবাইল ফোনে নগরীর বিভিন্ন এলাকায় পানি সংকটের চিত্র তুলে ধরে দ্রুত সমধানের জন্য বলেন। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাগরিক উদ্যোগের পক্ষ থেকে বলা হয়, নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী এবং ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু এগুলোসহ বেশ কয়েকটি জায়গায় ওয়াসার পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নেই। এ কারণে ওই এলাকার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় লবণাক্ত পানিও সরবরাহ করা হচ্ছে। এই পানি পান তো দূরের কথা, ব্যবহারও করা যাচ্ছে না।

পবিত্র রমজান মাসেও এ সমস্যা অব্যাহত থাকলে ধর্মপ্রাণ মানুষের ইবাদত-বন্দেগিতে বিঘ্ন ঘটবে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সমস্যাগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নির্দেশনা দেন।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মো. ইলিয়াছ, আবদুর রহমান মিয়া, সদস্য সচিব হাজি মো. হোসেন, মো. শাহজাহান প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com