
‘রাত জেগে কখনো পড়িনি, সারাদেশে প্রথম হবো ভাবিনি’
প্রকাশ: ১২ মার্চ ২৩ । ২২:১৯ | আপডেট: ১২ মার্চ ২৩ । ২২:১৯
সারোয়ার সুমন, চট্টগ্রাম

মা-বাবা ও বোনের সঙ্গে রাফসান জামান।
রাফসান জামান। এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন তিনি। তাকে জিজ্ঞেস করা হলো, কত ঘণ্টা পড়াশোনা করতেন প্রতিদিন? তিনি বললেন, ‘ছয় থেকে সাত ঘণ্টা পড়াশোনা করতাম। রাত জেগে কখনো পড়িনি। সব বিষয়ের জন্য পড়িনি আলাদা আলাদা শিক্ষকের কাছেও। পুরো পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়েছি। ভালো ফলাফল করার ইচ্ছে ছিল। কিন্তু সারাদেশে প্রথম হবো এমনটি ভাবিনি কখনো।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করা রাফসানের প্রাপ্ত নম্বর ছিল ৯৪ দশমিক ২৫। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ১৫১০১০৪।

রাফসান যখন কথা বলছিলেন তখন পাশেই ছিলেন তার মা কাউসার নাজনীন। তিনি বলেন, ‘আমার দুই সন্তান। দুজনই খুব সুশৃঙ্খল ছোটবেলা থেকে। বড় মেয়ে সাদিয়া ইবনাত রাইসা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সেও ছিল দ্বিতীয় স্থানে। তাদের কোনো কিছুর জন্য কখনো বকাঝকা করতে হয়নি। তবে দুই-ভাইবোনের মারামারির জন্য মাঝেমধ্যে বকা দিয়েছি।’
কাউসার নাজনীনের কথা বাতাসে থাকতেই হাসির রোল পড়ল হালিশহর কে ব্লক এলাকার তিন নম্বর রোডের চার নম্বর বাড়িটিতে। যে সোফাতে বসে মা-বাবা ও রাফসান কথা বলছিলেন তার পেছনেই দাঁড়িয়ে ছিলেন বোন সাদিয়া ইবনাত রাইসা। তিনি বললেন, ‘রাফসান আমার ছয় বছরের ছোট। কিন্তু সেই আমাকে আগে খোঁচাতো। তারপর আমি দুইটা উত্তমমধ্যম দিতাম।’
রাফসানদের ড্রয়িং রুমে তেমন কোনো চাকচিক্য নেই। একপাশে আছে ধর্মীয় কিছু বই। আরেকপাশে ইংরেজি শেখার কিছু বই। রাফসান বললেন, ‘ভালো ফলাফল করার জন্য সারাক্ষণ পড়তে হবে এমন কোনো কথা নেই। তবে যখন পড়তে বসবে তখন একাগ্রতা নিয়ে পড়তে হবে। ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে পুরো পাঠ্যবইয়ে দিতে হবে পূর্ণ মনোযোগ।’ আগামীতে যারা পরীক্ষার্থী তাদের জন্য এমনই পরামর্শ দিলেন রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক এই শিক্ষার্থী।

রাফসানের বাবা একেএম শামসুজ্জামান ছিলেন রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী। তিনি সিটি গ্রুপের উপমহাব্যবস্থাপক। তার মা গ্রাজুয়েট। খেলাধুলো ও রাজনীতি নিয়ে রাফসানকে জিজ্ঞেস করা হলে তার উত্তর ছিল এরকম, ‘খেলাধুলোর চেয়ে বিরক্তিকর মনে হয় রাজনীতিকে। আমি কখনোই রাজনীতিতে যুক্ত ছিলাম না। এটির প্রতি আমার কোনো আগ্রহ নেই।’
কখন মনে হয়েছে মেডিকেলে প্রথম হবেন আপনি? রাফসানের জবাব- ‘আমার কখনোই মনে হয়নি আমি প্রথম হবো। ৯০ নম্বর সঠিক উত্তর দিয়েছি। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে উত্তর দিয়েছি বাকিগুলো। তারপরও প্রথম হওয়ার বিষয়টি মাথায় আসেনি একবারও। তবে মেডিকেলে সুযোগ পাবো এটা বিশ্বাস ছিল মনে।’
ছোটবেলায় রাফসান চট্টগ্রাম গ্রামার স্কুলে পড়েছেন। সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পান রাজশাহী ক্যাডেট কলেজে। সেখান থেকে এসএসএসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com