
মেডিকেলে ভর্তির সুযোগ পেল এক কলেজের ৩৫ শিক্ষার্থী
প্রকাশ: ১২ মার্চ ২৩ । ২২:৪৪ | আপডেট: ১২ মার্চ ২৩ । ২২:৪৪
নীলফফামারী প্রতিনিধি

আজ প্রকাশিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ১৯ জন ছেলে এবং বাকি ১৬ জন মেয়ে।
কলেজ সুত্রে জানা গেছে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়। পাসের হার শতভাগ। এবার কলেজের ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল।
কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, আমাদের শিক্ষার্থীরা বুয়েট এবং মেডিকেলকে টার্গেট করে পড়াশোনা করে। এখানকার শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা ও কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে।
এর আগে গত বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের ৩৯ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ৩২ জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী ভর্তি সুযোগ পায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com