শান্তির বার্তা নিয়ে ফরিদপুরে চার ভারতীয় নাগরিক

প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ০৩:৪০ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ০৩:৪০

ফরিদপুর অফিস

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে শান্তির যাত্রার অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা আসেন ভারতীয় চার নাগরিক। ছবি: সমকাল

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে শান্তির যাত্রা শুরু করেন চার ভারতীয় নাগরিক। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এসেছেন তারা।

রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের এ যাত্রার উদ্দেশ্য তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান ড. আরজুমানড জিয়াদি।

গত ৯ মার্চ পশ্চিমবঙ্গের গান্ধী ভবন থেকে এ যাত্রা শুরু করেন তারা। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নড়াইল, যশোর হয়ে তারা ১১ মার্চ ভাঙ্গায় আসেন। 

মতবিনিময়কালে ড. আরজুমানড জিয়াদি জানান, গান্ধীজির শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। লড়াই নয়, আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শুধু বাংলাদেশ, ভারতের শান্তি প্রতিষ্ঠা নয়, সারাবিশ্বকে শান্তিময় করাই আমাদের উদ্দেশ্য। 

তিনি জানান, ভাঙ্গা থেকে সোনারগাঁও পানাম সিটি হয়ে ঢাকা পৌঁছাবেন আগামী ১৪ মার্চ। ঢাকায় ছায়ানটে অবস্থান করবেন। তারা ভারতীয় দূতাবাসসহ, ঢাকার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে পৌঁছে মতবিনিময় করবেন। 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. আরজুমানড জিয়াদী, কাসিস খানম, আনুসকা, পারোমিতা ড্যাঞ্জাল। তাদের সমন্বয় করছেন নোয়াখালী গান্ধী আশ্রমের কর্মকর্তা সুমন নবী।




© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com