
সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতলেন ব্রেন্ডন ও মিশেল
প্রকাশ: ১৩ মার্চ ২৩ । ১০:২৫ | আপডেট: ১৩ মার্চ ২৩ । ১০:৫০
অনলাইন ডেস্ক

ব্রেন্ডন ফ্রেজার ও মিশেল ইয়ো
এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন জনপ্রিয় মার্কিন-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার।
অন্যদিকে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন মালয়েশীয়
অভিনেত্রী মিশেল ইয়ো।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'দ্য হোয়েল' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ব্রেন্ডন ফ্রেজার সেরা অভিনেতার অস্কার জেতেন। অন্যদিকে 'এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স' সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অস্কার জিতে নেন মিশেল।
যুক্তরাষ্ট্রের
স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস
অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ
পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
সেরা অভিনেত্রীর পাশাপাশি এবার সেরা পরিচালক ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কারও জিতে নিয়েছে 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স'।
এবার
একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান
জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের
এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com